Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর।

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

০১

দুঃস্থ  মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচী

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান আয়বর্ধক কর্মসূচীতে তাদের সমপৃক্তকরন। এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ক) দুই বছর ধরে খাদ্য সহায়তা প্রদান করা হয়, খ) আয় বর্ধক ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়, গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর ও সংশিস্নষ্ট উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়।

ভিজিডি উপকারভোগী মহিলা বাছাই, নির্বাচন ও প্রাথমিক তালিকা এবং চুড়ামত্ম তালিকায় অন্তর্ভ ভুক্তির জন্য  উপকারভোগীদের কোন মূল্য পরিশোধ করতে হয় না।

২ বৎসর (২৪ মাস)

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

০২

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান

কর্মসূচী

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক - ৫০০/-(পাচঁশত) টাকা হারে ২(দুই) বৎসর মেয়াদে সংশিস্নষ্ট ব্যাংকের মাধ্যমে ৬ (ছয়) মাস অমত্মর মাতৃত্বকাল ভাতা প্রদান করা হয়। এছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা।

ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিওদের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসবপূর্ব ও পররর্তী যত্ন মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি, মাতৃদুগ্ধপান, জন্ম নিবন্ধন, স্বাস্থ্য কেন্দ্র, পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর ও সংশিস্নষ্ট উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়।

সদর কার্যালয়, ঢাকা হতে প্রাপ্ত অর্থ সোনালী ব্যাংক এর মাদার একাউন্টে জমা করা হয়। পরবর্তীতে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এর যৌথ স্বাক্ষরে ইউনিয়ন পর্যায়ে উপকাভোগীদের নিকটতম ব্যাংকে স্ব-স্ব একাউন্টে প্রেরণ করা  হয়। উল্লেখ্য , বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্বাচিত ভাতাভোগীদের নামে -১০/-(দশ) টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীগণ নিজস্ব একাউন্টের মাধ্যমে ভাতা উত্তোলন করেন।

নির্বাচিত উপকারভোগী

১ম অথবা ২য় গর্ভধারনের

যে কোন একবার ২ বৎসর (২৪ মাস) মেয়াদে ভাতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ সেবা পাবেন।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

০৩

‘‘কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ কর্মসূচী

‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ কর্মসূচীর অধীনে পৌর এলাকার কর্মজীবি গর্ভবতী মায়েদের মাসিক - ৫০০/-(পাচঁশত) টাকা হারে ২(দুই) বৎসর মেয়াদে সংশিস্নষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে ৬ (ছয়) মাস সন্তানের ‘‘কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’ ভাতা প্রদান করা হয়। এছাড়া সন্তানের প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা ও  সংশিস্নষ্ট পৌরসভা।

সদর কার্যালয়, ঢাকা হতে প্রাপ্ত অর্থ অগ্রনী ব্যাংক এর মাদার একাউন্টে জমা করা হয়।পরবর্তীতে উপকাভোগীদের স্ব-স্ব একাউন্টে প্রেরণ করা  হয়। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্বাচিত ভাতাভোগীদের নামে -১০/-(দশ) টাকার একাউন্ট খোলার মাধ্যমে ভাতাভোগীদের নিজস্ব একাউন্টের মাধ্যমে ভাতা উত্তোলন করেন।

নির্বাচিত উপকারভোগী

১ম অথবা ২য় গর্ভধারনের

যে কোন একবার ২ বৎসর (২৪ মাস) মেয়াদে ভাতা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

 

 

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

০৪

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ, অসহায় ও প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ক্ষুদ্রদ্রঋণ প্রদান করা হয়। এ কার্যক্রমের অধীনে বিভিন্ন কর্মসূচীর আওতায় - ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা থেকে - ১৫,০০০/-(পনের হাজার) টাকা পর্যমত্ম সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মূল টাকার সঙ্গে শুধু মাত্র ৫% থেকে ১০% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর।

আবেদনের জন্য নির্ধারিত ফরম জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর হতে বিনামূল্যে সরবরাহ করা হয়।

১ বৎসর থেকে ২ বৎসর মেয়াদে ঋণ প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

০৫

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ‘‘মহিলা প্রশিক্ষণ কেন্দ্র’’

বিভিন্ন ধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক পপ্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা।

জেলা ও উপজেলা পর্যায়ে -

১. সেলাই ও  এমব্রয়ডারী, ২. মোমবাতি তৈরী, ৩. কাগজের প্যাকেট তৈরী, ৪. বিউটিফিকেশন ও ৫. মাশরুম চাষ ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়।

১. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ২.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন

৩.নাগরিক সনদপত্র ৪.পাসপোর্ট সাইজের ২ কপি ছবি (সত্যায়িত)

নির্ধারিত আবেদনপত্র সংশিস্নষ্ট জেলা ও উপজেলা কার্যালয় থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়।

আবেদনের জন্য নির্ধারিত ফরম জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফরিদপুর হতে বিনামূল্যে সরবরাহ করা হয়।

জেলা কার্যালয়ে বাৎসরিক ৪ টি সেশনে (জানুয়ারী-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর) প্রশিÿণ প্রদান করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

০৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক

অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে থাকে।

নির্যাতিত নারী ও শিশু সাদা কাগজে সংশিস্নষ্ট জেলা ও উপজেলা কার্যালয়ে আবেদন করেন।

সেবার জন্য কোন মূল্য পরিশোধ করতে হয় না। বরং দুঃস্থ , অসহায় ও গরীব নির্যাতিতদের জন্য লিগ্যাল এইড এর মাধ্যমে বিনা খরচে আইগত সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়।

         চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

০৭

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধন ও পরিদর্শন

নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী ভূমিকা পালনে উপজেলা পর্যায়ে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পরিদর্শনসহ সুপারিশের ভিত্তিতে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়।

 

১.আবেদন ফরম, ২. প্রথম তিনটি সভার কার্যবিবরনী, ৩. অফিস ভবন/ঘর ভাড়ার চুক্তিপত্র (ননজুডিশিয়াল ষ্ট্যাম্প-১৫০/-),

৪. গঠনতন্ত্র, ৫. ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক স্থিতি ৬. ট্রেজারী  চালান, ৭. ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের তালিকা

৮. সাধারন পরিষদের সদস্যদের তালিকা, ৯. উপদেষ্টা কমিটির তালিকা ও  ১০. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক পরিদর্শন প্রতিবেদন। আবেদনের নির্ধারিত ফরম সংশিস্নষ্ট জেলা ও উপজেলা কার্যালয় থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়।

সরকারী ট্রেজারী চালানের মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি বাবদ-২০০০/-(দুই হাজার) টাকা সংশিস্নষ্ট কোডে জমা দিতে হয়।

আবেদন প্রাপ্তির ১৫(পনের) দিনের মধ্যে নিবন্ধন করতে হবে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

০৮

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বা.ম.ক.প) অনুদান বিতরন

মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠনসমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার -৫,০০০/- টাকা থেকে - ২৫,০০০/- টাকা পর্যমত্ম আর্থিক অনুদান দেয়া হয়। এ সকল সমিতির আয়বর্ধক  কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে পরিমান নির্ধারিত হয়। উলেস্নখ্য, প্রতি বছর জেলা পর্যায়ে ২টি শ্রেষ্ঠ সমিতিকে - ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নির্ধারিত আবেদনপত্রের চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র।

 

নির্ধারিত আবেদনপত্র সংশিস্নষ্ট জেলা/উপজেলা কার্যালয় থেকে সরবরাহ করা হয়।

নবায়ন ফি বাবদ সরকার নির্ধারিত ৫০০/-টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়।

 

আবেদনপত্র বিনামূল্যে সংশিস্নষ্ট জেলা/উপজেলা কার্যালয় থেকে সরবরাহ করা হয়।

আবেদনের প্রেক্ষিতে ২ (দুই) মাসের মধ্যে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

০৯

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামূলক কার্যক্রম

নারী উন্নয়ন, নারীর ÿমতায়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম। যেমন-নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানি, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধন এ উদ্বুদ্ধকরন, উঠন বৈঠক, আলোচনা সভা, মানব বন্ধন, পোষ্টার ও লিফলেট বিতরন করা হয়। বাল্য বিবাহের সংবাদ প্রাপ্তির সাথে সাথে তাৎক্ষনিক ভাবে প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা হয়।

কার্যক্রমের ধরন ও চাহিদা অনুযায়ী সংশিস্নষ্ট জেলা/উপজেলা কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করেন।

                     ----------

         চলমান

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

১০

বিভিন্ন দিবস উদযাপন

আমর্ত্মজাতিক নারী দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, মা দিবস, কণ্যা শিশু দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পÿ, বেগম রোকেয়া দিবস ও বিজয় দিবস উদযাপন করা হয়।

       -----------------

              -------------------

সরকার নির্ধারিত ও নির্দেশিত তারিখ অনুযায়ী উদযাপন করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

১১

‘‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’’ কার্যক্রম

প্রতি বছর ৫ টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জন করে ‘জয়িতা’ নির্বাচন ও তাঁদের সম্মাননা প্রদান করা হয়।

       -----------------

              -------------------

       -----------------

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

 

১২

শিশু দিবাযত্ন কর্মসূচী

মধ্যবিত্ত ও নিমণআয়ভূক্ত কর্মজীবী মায়েদের জন্য তাদের কর্মকালীন সময়ে নিরাপদ আশ্রয়ে সমত্মানকে রাখার ব্যবস্থা

হিসাবে দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। এ সকল দিবাযত্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৬ বয়সসীমা পর্যমত্ম শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, শারিরীক ও মানসিক বিকাশের ব্যবস্থাসহ

দিবাকালীন সেবা প্রদান করা হয়।

শিশুর মায়ের পাসপোর্ট সাইজের ছবি, শিশুর পাসপোর্ট সাইজের ছবি ও শিশুর জন্ম নিবন্ধন,

নির্ধারিত শিশু ভর্তির আবেদন ফরম ডে-কেয়ার সেন্টার, ফরিদপুর থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়।

 ডে-কেয়ার সেন্টার, চর পশ্চিম টেপাখোলা, ফরিদপুর।

শিশু ভর্তি ফি- ১০০/- (একশত) টাকা ও মাসিক চাঁদা - ১০০/- (একশত) টাকা। ট্রেজারী চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়।

৬ (ছয়) মাস বয়স থেকে ৬ (ছয়) বৎসর পর্যন্ত

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১- ৬৩৫০৩

e-mail : dwafaridpur@gmail.com

 

ডে-কেয়ার অফিসার, ফরিদপুর।

ফোন নং- ০৬৩১ - ৬৬৪৪৫